তোমার লেখক
সেদিন তুমি আসবে
বলে, হৃদ আমার
উচাটন মনে ফিরি
বারবার
ঘুরিয়ে দাড়িয়ে
বাঁকিয়ে তাঁকিয়ে
দেখি তুমি এসেছ
কি আসনি
পথধারে অপেক্ষা,
কোথাও দেখিনি
ঘর গুছায়ে অপেক্ষার
পালা
এত্ত দেরী মম
মধ্যে জ্বালা
কেঁদে টেদে বুক
ভাসিয়েছি
তোমার দেরী কস্টে
সয়েছি
সেবার তুমি এলে
অবেলায়
পেয়েছি তোমায়
অবলীলায়
সুখে হয়েছি আত্নহারা
পেয়েই তোমায় পাগলপারা
তুমি হৃদ আমার,
আমি তব হৃদি
সুখী, শর্তহীন
ভালবাস যদি।
No comments:
Post a Comment