ঈর্ষার বৃষ্টিতে
----তোমার লেখক
ঈর্ষার বৃষ্টিতে ভিজি সারাক্ষণ,
পূর্ণ পাওয়ার তুষ্টিতে মজি প্রতিক্ষণ,
ভাগে ভাগে ভাগা ভাগি,
পাওয়া না পাওয়ার লাগি,
হিংসাতে মরি এতক্ষণ।
----তোমার লেখক
ঈর্ষার বৃষ্টিতে ভিজি সারাক্ষণ,
পূর্ণ পাওয়ার তুষ্টিতে মজি প্রতিক্ষণ,
ভাগে ভাগে ভাগা ভাগি,
পাওয়া না পাওয়ার লাগি,
হিংসাতে মরি এতক্ষণ।
ঈর্ষা আসে কোথা থেকে,
তৃষার অপূর্ণতা থেকে?
আছে মনের লোভ যতক্ষণ।
সত্যি
অন্যের কথা জানি না,
মোর
মনের কথা মানি না,
এ কোন্ অশুভ লক্ষণ?
তৃষার অপূর্ণতা থেকে?
আছে মনের লোভ যতক্ষণ।
সত্যি
অন্যের কথা জানি না,
মোর
মনের কথা মানি না,
এ কোন্ অশুভ লক্ষণ?
No comments:
Post a Comment