হে মানুষ, কখনো চিন্তা করে দেখেছ?
--------------------------------------তোমার লেখক
১। ঠিক মেশিনের মতো সয়ংক্রিয়ভাবে তোমার চোখ দুটি কিভাবে পলক ফেলে অথচ তোমার এতে কোন নিয়ন্ত্রন নেই।
২। তোমার হার্ট একটি নির্ধারিত তালে তালে বিট করছে এখানেও তোমার কোন নিয়ন্ত্রন নেই।
৩। তোমার ফুসফুস একটি নিয়ন্ত্রিত পদ্ধতিতে ব্রিদিং এর কার্যে নিয়োজিত যেটি তোমার বাঁচা মরা নির্ধারণ করছে অথচ এখানেও তোমার কোন হাত নেই।
৪। তোমার খাদ্য গ্রহনের সময় চর্বিত খাদ্য শ্বাস নালিতে না ঢুকে খাদ্য নালিতেই ঢুকছে, সয়ংক্রিয়ভাবে খাদ্য হজম হচ্ছে, শক্তি উৎপাদন হচ্ছে যাতে তোমার কোন রকম নিয়ন্ত্রণ নেই।
৫। তোমার বড় হওয়া, বাঁচা, মরা কিচ্ছুতে তোমার এতটুকুও কন্ট্রল নেই।
তাহলে ভেবে দেখ, তুমি আসলে তোমার না। তোমাকে পুরোপুরি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। যেখানে তোমার নিজের উপরই তোমার অাধিপত্য নেই সেখানে এত্ত ভাব নিয়ে লাভ নেই। যে মহান স্বত্তা তোমাকে ভালবেসে তৈরি করেছেন তাঁকে আজ থেকে এখন থেকেই ভালবাসা শুরু কর।
এভাবেই আসবে সফলতা।
আল্লাহ তোমার ভালবাসার অপেক্ষায় আছেন।..................
No comments:
Post a Comment