Pages

Thursday, 22 October 2015

রয়েছ আজ ভুলে....



রয়েছ আজ ভুলে....
তোমার লেখক



মনের ডাকে দেওনা সাড়া যখন,
মন কেঁদে হেঁকে বাঁকে তখন,
হৃদের হৃদ ভেঙ্গেছে আজ,
কিই বা হবে মাথায় রেখে তাঁজ,
এইতো হৃদি রয়েছো ক্রশ দূরে,
শুনতেও পাওনা যা গাই সুরে,
কে দিবে ভালবাসার বুলি তুলে,

রয়েছে আজ হৃদি হৃদকে ভুলে

1 comment: