আমার ভাবনা
----তোমার লেখক
মন পড়েছি পড়েছি প্রাণ,
না পাওয়ার লাগি মুখ ম্লান,
দেখার আগে আজ পূণ্য স্নান,
বুঝেছি তোমার মনের টান।
হেরিয়ে আাঁখি বিদায় বেলা,
সব বেলাই তখন অবেলা,
সময়কে বলি কিরে জ্বালা,
গাড়ি না হয়ে হও ভেলা।
স্বাদ মেটেনি মেটেনি আশা,
নিরাশা-প্রত্যাশায় একটু আশা,
প্রাণের মধ্যে মনের ভাষা,
হয় হতাশা নয় দূরাশা।
----তোমার লেখক
মন পড়েছি পড়েছি প্রাণ,
না পাওয়ার লাগি মুখ ম্লান,
দেখার আগে আজ পূণ্য স্নান,
বুঝেছি তোমার মনের টান।
হেরিয়ে আাঁখি বিদায় বেলা,
সব বেলাই তখন অবেলা,
সময়কে বলি কিরে জ্বালা,
গাড়ি না হয়ে হও ভেলা।
স্বাদ মেটেনি মেটেনি আশা,
নিরাশা-প্রত্যাশায় একটু আশা,
প্রাণের মধ্যে মনের ভাষা,
হয় হতাশা নয় দূরাশা।
No comments:
Post a Comment