আরোহী
--তোমার লেখক
মনকে বানিয়েছি সওয়ার তোমার
তুমি আরোহী সেথা
তোমার পায়ের নৃত্যের ছন্দে
অজানায় চলে যেথা।
অধীর আগ্রহে বিরহীর ব্যথা
মিলনে গায় মিলন গীতি
বিরহে বিরহ গাথা।
অচেনা পথিক থেকে
দুর থেকে কাছে ডেকে
মনের কোনের সেই যে বাঁকে
চলিলাম মোরা দুজন
সওয়ার-আরোহী
অজানার পথে।
No comments:
Post a Comment