Pages

Friday, 6 March 2015

প্রিয়তম মোর



প্রিয়তম মোর
---তোমার লেখক

প্রিয়তম,

কিছু কথা বলবো তোমায়। কথাগুলো না বললে তুমি কখনো জানবে না আমিই বা তোমার কে। মনের কথা বলছি সোনা তোমায়। তুমি আমার স্রষ্টার পক্ষ থেকে আশীর্বাদ, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বণ। তুমি পাশে আছ বলেই মনের অনেক দুঃখ, প্রাণের গভীরের কষ্ট, হৃদয়ের ক্ষত ও ব্যথা ভুলে থাকতে পারি। একটু হাসতে পারি শুধু তুমি পাশে আছ বলেই। আমি হয়তো তোমারই অপেক্ষায় ছিলাম। আর সেই তুমি যদি আমাকে সামান্যটুকু কষ্ট দাও, তখন আমার মরে যেতে ইচ্ছে হয়। তখন পারিনা নিজেকে নিয়ন্ত্রণ করতে। আর কিচ্ছু জানি না শুধু জানি তোমাকে অ-নে-ক ভা-ল-বা-সি।

ইতি
তোমার হৃদি

No comments:

Post a Comment