Pages

Thursday, 5 March 2015

প্রমাণ তখন দেব





প্রমাণ  তখন দেব
---তোমার লেখক

যদি কখনো এমন সময় আসে
যে আমার ভালবাসা নিয়ে তোমার সন্দেহ হয়
যদি কখনো এমন সময় আসে
যে আমি অতি কাছে তাও তুমি দূরে মনে করো
তখন,
জীবন দিয়েই হয়তো প্রমাণ দেব
আমি তোমায় কতটা বেশি ভালবাসি।

মন হচ্ছে শুক্রাণুর মতো
একবার ডিম্বানুর ভিতর প্রবেশের পর আর বের হতে পারে না
তুমি হচ্ছো আমার ডিম্বানু
প্রবেশ করেছি আমি
বের হওয়ার উপায় নেই
বের হওয়ার ইচ্ছেও নেই
তুমি চাইলেও বের করতে পারবে না
এই তো আমি
আমাকে চিনে রাখো
আমি তোমার মধ্যে, অতি মধ্যে অবস্থান গড়েছি।

No comments:

Post a Comment