Pages

Thursday, 5 March 2015

প্রাণ ফিরে আসে ....




প্রাণ ফিরে আসে ....
--তোমার লেখক

মোর দেহ মধ্যে প্রাণ নেই
যখন তুমি কাছে নেই

প্রতিক্ষার কত প্রহর গুনে
মিলি শেষে তোমার সনে

পাশে বসি চোখাচোখি
একটু আধটু দেখাদেখি

এতে নাহি ভরে মন
অপেক্ষায় আর কতক্ষণ?

হাতে হাত অবশেষে
ছুঁয়ে যাও ভালবেসে

পায়ে পায়ে গাঁথাগাঁথি
স্পর্শি যে তোমায় সাথী

শেষে আসে ফিরে প্রাণ
এই তো মোদের হৃদের টান।

No comments:

Post a Comment