Pages

Sunday, 8 March 2015

হেথা হেরি তব মুখ



হেথা হেরি তব মুখ
     ---তোমার লেখক

হেথা হেরি তব মুখ, 
রুদিছে কান্না, আনন্দঘণ সুখ
যেথা অবলোকিছে, বিশ্ব লয়ে খেলিছে
আসিছে..খেলিছে 
আজ সৃষ্টিতে 
আনন্দের বৃষ্টিতে 
মনের কোনের কৃষ্টিতে 
গাঁয়ের মাটিতে
একা পথে হাটিতে
সবুজের ঘাটিতে
গেঁয়ো বধুর বাটিতে
কে যেন কি চাইছে
বলিতে সুখের বণ্যায়
আনন্দের কান্নায় 
ধুলোর পায়ে মূখরিছে
গন্ধে চারিদিক
ছুটিছে দিকবিদিক

No comments:

Post a Comment