Pages

Friday, 6 March 2015

এই বেয়াদ্দপ, মাইর দেব কিন্তু........




এই বেয়াদ্দপ, মাইর দেব কিন্তু........
---তোমার লেখক

বকাতে তোমার সোনার বুলি
বকো তুমি ‘এই বেয়াদ্দপ বলি’
এরই মাঝে তোমার ভালবাসা
বুঝবে না কেউ মধুর এ ভাষা

অনেকে আজব ভাববে আমায়
হয়তো ভুল বুঝবে তোমায়
কো্ন্  প্রেম এ বকার মাঝে
মধুর শুনি সকাল সাঁঝে?

বকার একটু পরেই বলো-
     ‘এই শোনো না!’
কার সাধ্য তা না শোনা?
তোমার কণ্ঠের প্রতিটি বুলি
আমার সাধ্য নেই ভুলি
ভুলবো না এই কথা দিলাম
এখনো আছি আগেও ছিলাম

যত খুশি বকো মোরে
রেখো কিন্তু বাহুডোরে
দুষ্টুমি যখন মাত্রা ছাড়ায়
‘মাইর দেব’ বলে বকো আমায়
সুমধুর তাই লাগে ভালো
সত্যি সত্যি নিত্য বলো

যখন বলি ‘তব পায়ে স্থান দিও’
তুমি বলো.....
এই বেয়াদ্দপ,
হৃদয় তোমার, হৃদয় নিও।

No comments:

Post a Comment