হে প্রভু
---তোমার লেখক
মৃদু আঁখি নিভু নিভু,
মুদিয়া ভাবি কভু,
কবে মিলিব তোমাতে প্রভু?
আশায়, হতাশায়, নিরাশায় ও দূরাশায়,
মনের গভীরে আশার আশায়
সাহসের তরী মম মন যে ভাসায়।
---তোমার লেখক
মৃদু আঁখি নিভু নিভু,
মুদিয়া ভাবি কভু,
কবে মিলিব তোমাতে প্রভু?
আশায়, হতাশায়, নিরাশায় ও দূরাশায়,
মনের গভীরে আশার আশায়
সাহসের তরী মম মন যে ভাসায়।
পৌঁছুতে কি পারিব হেথায়
অপেক্ষমান তুমি যেথায়
একটু কাছের করে নিও
হে প্রভু হে মোর প্রিয়।
অপেক্ষমান তুমি যেথায়
একটু কাছের করে নিও
হে প্রভু হে মোর প্রিয়।
মহান স্রষ্টাকে নিয়ে লেখা ‘তোমার লেখকের কবিতা’। কেমন লাগলো তোমাদের?
ReplyDelete