প্রথম
প্রকাশ
---তোমার লেখক
প্রকাশি যে দিন
আমার ভালবাসা
হাসি মুখে বললে
এই ছিল মোর আশা
পদোষ্ঠ চুম্বনে
প্রথম প্রকাশ
ক্ষণিক আলিঙ্গনে
মোদের বিকাশ
প্রথম স্পর্শটি
আজ
কেমন ছিল বলো
ধন্য করলে আজ
বেসে এত ভাল
দ্বিতীয় স্পর্শে
তোমার
মনের অনুভূতি?
আরো ভালবাসো মোরে
এ মোর আকুতি।
No comments:
Post a Comment