কথা
দিলাম
---তোমার লেখক
আমায় ভুল বুঝনা
কো তুমি,
তোমায় সদাই ভালবাসি
আমি;
আগে ভালবাসতাম
যেমন,
এখনো ভালবাসি
তেমন ।
তোমায় আজ এ কথা
দিলাম,
এখনো আছি আগেও
ছিলাম;
থাকবো আরো মৃত্যুর
পরে,
বেঁচে আছি তোমার
তরে;
ভুলেও ভুলনা মোরে
।
onnnek shundor......
ReplyDelete